বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনেক আগেই, দীপিকা পাড়ুকোনের ক্যারিয়ারে রয়েছে একাধিক সফল ছবি। তবে, তার পথ সবসময় মসৃণ ছিল না। অভিনেত্রী সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, কীভাবে একাধিকবার হতাশায় নিমজ্জিত হয়েছিলেন এবং আত্মহত্যার চিন্তা মাথায় এসেছিল।
দীপিকা বলেন, "অভিনয়ের শুরুর দিকে আমি সাফল্য পেয়েছি, একের পর এক সিনেমায় কাজ করেছি এবং দর্শকদের ভালোবাসা পেয়েছি। কিন্তু তারপরও একটা অজানা শূন্যতা অনুভব করতে শুরু করেছিলাম। আমার জীবনে বড় কোনো সমস্যা ছিল না, তবুও কেন যেন একটা ভয়, এক ধরনের আতঙ্ক কাজ করছিল। মনে হতো, ঘুমিয়ে থাকলে সব সমস্যা থেকে পালানো যাবে। অবশেষে, এই মানসিক অবসাদ এতটাই গভীর হয়ে যায় যে, আত্মহত্যার চিন্তা আসতে শুরু করেছিল।"
অভিনেত্রী তার অভিজ্ঞতা শেয়ার করে আরও বলেন, "সে সময় যদি মা পাশে না থাকতেন, তবে কী ঘটত, তা ভাবতে এখনও ভয় পাই। এজন্য আমি চাই, এমন পরিস্থিতিতে কাউকেই যেন কখনও অবসাদে ভুগতে না হয়।"
দীপিকা তার অতীত থেকে শিক্ষা নিয়ে চলচ্চিত্র সেটে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি জানান, "প্রতিটি সিনেমার সেটে একজন মনোবিদ থাকা উচিত। সিনেমা শক্তিশালী মাধ্যম, আর যদি মানসিক স্বাস্থ্যের বিষয়টি সঠিকভাবে তুলে ধরা যায়, তাহলে তা সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।"
এছাড়া, দীপিকা বলেন, "আগামী দিনে আমি নিজেই কিছু পদক্ষেপ নিতে চাই, যেন ছবির সেটে মনোবিদ উপস্থিত থাকেন। আমাদের শুটিং সেটে চিকিৎসক থাকে, তাহলে মানসিক স্বাস্থ্য নিয়ে মনোবিদ কেন থাকতে পারবেন না?"
সম্প্রতি দীপিকা 'কল্কি' সিনেমায় কাজ শেষ করেছেন এবং মা হওয়ার পর বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে আছেন। আবার, 'কল্কি ২৮৯৮ এডি' সিক্যুয়েলের কাজ শুরু করবেন বলে জানানো হয়েছে।